করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। তবে নাটকের শুটিং বন্ধের বিষয়ে তেমন কোনও কিছু জানানো হয়নি।
নাটকের শুটিংয়ের বিষয়ে ৪ এপ্রিল (রোববার) এক বৈঠকে বসেন অভিনয় শিল্পী সংঘের নেতারা। সেখানে শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এই প্রসঙ্গে বলেন, ‘সরকারের নির্দেশনা আমাদের মানতে হবে। যদিও শুটিংয়ের প্রজ্ঞাপনে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাই আমরা শুটিং বন্ধের সিদ্ধন্ত নেইনি।’ নাসিম আরও বলেন, ‘নাটকের শুটিংয়ের ক্ষেত্রে সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে যারা এখনও শুটিংয়ের জন্য সময় দেননি, তাদের আমি নিরুৎসাহিত করব। কিন্তু শুটিং অনেকের রুটি-রুজির মাধ্যম। সেটিও আমাদের বিবেচনা করতে হবে।’
শুটিংয়ের বিষয়ে প্রশাসনের অনুমতি প্রসেঙ্গ নাসিম বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। শুটিং নিয়ে কোনও সমস্যা নেই। গণ পরিবহন যেহেতু বন্ধ থাকবে সেক্ষেত্রে ইউনিট থেকে গাড়ির ব্যাপারে সবার ভাবতে হবে।’
চলতি সময়ে শুটিংয়ের ব্যস্ততা আরও বেড়েছে। সামনেই ঈদ ও পহেলা বৈশাখ। এখন সব বিশেষ কাজ নিয়েই ব্যস্ত নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তাই সবকিছু বিবেচনা করে নির্দেশনা অনুযায়ী শুটিং চালু রাখার এই সিদ্ধান্ত।