কঠোর বিধিনিষেধ কার্যকরে তৃতীয় দিনেও রাজধানীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নজরদারি দেখা গেছে। ছুটির দিনে সকাল থেকে চেকপোস্টগুলোতে পুলিশের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ি থামিয়ে চেক করার ক্ষেত্রে সময় বেশি নেয়ায় যানজটও দেখা দিচ্ছে। যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানাও করা হচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথে লোকজনের চলাচল বাড়ে। জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও পরিবহন সংকটে পড়েন। গণপরিবহন না থাকায় রিকশায় যেতে বেশি ভাড়া দিতে হয় বলে অভিযোগ করেছে যাত্রীরা। মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও টহল দিচ্ছে।