চেন্নাই সুপার কিংস ইনিংসের শেষ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে বড় লক্ষ্যই দিয়েছিল তারা। জবাব দিতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। ৬৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে চেন্নাই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড ও ফাফ ডু প্লেসিসের ব্যাট উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। ৪ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে আউট হন ঋতুরাজ।
ফিফটি তুলে নেন আরেক ওপেনার ডু প্লেসিস। ৫ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫০ রান করে হার্শাল প্যাটেলের বলে আউট হন তিনি। তবে চেন্নাইয়ের ইনিংসটা বড় হওয়ার মূল কৃতিত্ব রবীন্দ্র জাদেজার। হার্শাল প্যাটেলের এক ওভারেই ৩৮ রান নেওয়া জাদেজা ২৮ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। বেঙ্গালুরুর পক্ষে ৪ ওভারে ৫১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন হার্শাল প্যাটেল।
জবাব দিতে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দিয়েছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান দেবদূত পাড্ডিকেল। ৭ বলে ৮ রান করে অধিনায়ক বিরাট কোহলি ফিরে গেলে তিনিও দ্রুতই ফিরে যান। তার আগে ৪ চার ও ২ ছক্কায় ১৫ বলে ৩৪ রান করেন তিনি। তবে এরপর আর কোনো ব্যাটসম্যানই বেঙ্গালুরুর ইনিংসের হাল ধরতে পারেননি।
পাড্ডিকেলের পর সর্বোচ্চ ২২ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ৯৪ রানে আট উইকেট হারানো বেঙ্গালুরু শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে করে ১২২ রান।