কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক র্যাব সদস্য আহত হন এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটকের দাবি করে র্যাব।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মাদক পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে সুয়াগাজীর লালবাগ এলাকায় অবস্থান করে। এ সময় অতর্কিতভাবে র্যাবকে উদ্দেশ করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় এক র্যাব সদস্য আহত হন। তাকে ক্যান্টমেন্ট সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় গুলিবিদ্ধ হয় তিন মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ তিনজন নির্মাণশ্রমিক। তাদের বাড়ি নীলফামারী জেলায়।