সোমবার (১৫ জানুয়ারি) সকালের দিকে ভারতীয় গরু আটককে কেন্দ্র করে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় আহতরা হলেন— সোনারতী খাতুন, হাফিজুর রহমান, মঞ্জু মিয়া, মিজানুর রহমান, রাবেয়া খাতুন, আঙ্গুর মিয়া। এসময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সোনারতীর অবস্থা আশঙ্কাজনক।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহাজাহান আলী জানান, ভারত থেকে গরু পাচার করে নিয়ে এসে ধর্মপুর গ্রামে জমাট করে রাখে পাচারকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে চোরাকারবারি ও গ্রামবাসী বিজিবির ওপর চড়াও হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু আহমেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি ফোনে ব্রিফিং করা যাবে না।