মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তবে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর এ সংকটের সমাধান নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক বলেও জানান তিনি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী। পরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, বার্গনারের সঙ্গে বৈঠকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে কক্সবাজারে অবস্থানের নেতিবাচক দিক, বিশেষ করে সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত মূল জনগোষ্ঠীর ওপর তার বিরূপ প্রভাবের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। অতি সত্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলে, ওই এলাকার সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চল ও তার বাইরে অস্থিরতা তৈরি করবে বলেও বিবৃতিতে জানানো হয়।