অবশেষে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর এই পর্তুগিজ তারকা কোথায় যোগ দিবেন তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। তবে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সৌদি ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন আন্তর্জাতিক ফুটবলের এই রেকর্ড গোলদাতা।
এদিকে আরব দেশটিতে গিয়ে শাস্তির মুখে পড়ার শঙ্কায় আছেন রোনালদো। কারণ সৌদিতে নিয়ম ভেঙে বসবাস শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
দেশটির নিয়ম অনুযায়ী, বিবাহ বহির্ভূত সম্পর্কিত কেউ একত্রে বসবাস করতে পারে না। ফলে আইন ভেঙেছেন পর্তুগিজ তারকা আর তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। বিয়ে না করে একসঙ্গে থাকলে তা অপরাধ বলেই গণ্য হয় সৌদিতে। আর এতেই শঙ্কা জেগেছে, নতুন কোন শাস্তির মুখে পড়ছেন কিনা রোনালদো!
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফই এর তথ্যমতে, পর্তুগিজ তারকা রোনালদোর গ্রহণযোগ্যতার জন্য সৌদি কর্তৃপক্ষ তার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ছাড় দিতে পারে। ইএফই এর বরাত দিয়ে সৌদি আরবের একাধিক আইনজীবী এই প্রসঙ্গে তাদের অভিমত জানান। ফলে বিষটি পরিষ্কার, রোনালদোর ও জর্জিনার সুবিধার জন্য দেশটির প্রশাসন বিয়ের আইনে আনছে কিছুটা পরিবর্তন।
তাদের মধ্যে একজন আইনজীবী জানিয়েছেন, ‘সৌদির আইন বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বীকৃতি দেয় না। কিন্তু বর্তমান সময়ে কর্তৃপক্ষ এই বিষয়ে চোখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কাউকে শাস্তিও দেওয়া হচ্ছে না। তাছাড়াও সৌদি আরব বিদেশিদের ক্ষেত্রে সেভাবে নাক গলায় না। তবে আইনে এখনও এই বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ।’
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জর্জিনা রদ্রিগেজের প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে। প্রথম সাক্ষাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপর থেকেই একসঙ্গে বসবাস তাদের। সিআর-সেভেনের জীবনে জর্জিনা আসার আগেই তিন সন্তানের জনক ছিলেন রোনালদো। তবে এখন পর্যন্ত সেই সন্তানদের মায়ের নাম প্রকাশ করেননি তিনি।
এদিকে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও সিআর-সেভেন কবে নাগাদ ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামবেন তা নিয়ে অধীর অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষ সব জল্পনা-কল্পনার ভিতর দিয়ে আগামী ২২ জানুয়ারি নতুন ক্লাবের জার্সিতে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অভিষেক হতে পারে এই মহাতারকার।