অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় জামিন পাওয়া সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাগত জানাতে ফুল হাতে গাজীপুরের কারাগারের কাশিমপুর কারাগারের ফটকে উপস্থিত হয়েছেন তার পরিবারের সদস্য এবং স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা।
ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার জামিন মঞ্জুর করেন। ওই খবর পাওয়ার পরপরই গাজীপুরের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ব্যানার ও ফুল নিয়ে কাশিমপুর কারাগারের বাইরে উপস্থিত হন। দুপুরে একটি মাইক্রোবাসে করে কারাগারের সামনে পৌঁছান রোজিনার বোনসহ পরিবারের কয়েকজন সদস্য। গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, গত বৃস্পতিবার জামিন শুনানির প্রথম দিনও সাংবাদিকরা সারাদিন কারাফটকে অপেক্ষায় ছিলেন। পরে আদালত আদেশ পিছিয়ে রোববার দিন রাখে।
রোববার সকালে একদল সাংবাদিক গাজীপুর প্রেস ক্লাবের সামনে ‘বিবেকের মঞ্চ’ ব্যানারে জড়ো হয়ে রোজিনার মুক্তির দাবিতে কবিতা আবৃত্তি ও বাউল গান পরিবেশন করেন। একটি টেলিভিশন স্টেশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার বলেন, “রোজিনা ইসলাম একজন নারী সংবাদকর্মী এবং একজন মা। তার মুক্তির জন্য তার সন্তান, পরিবারের লোকজন ও সাংবাদিকরা অপেক্ষা করছেন। তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। রোজিনা ইসলাম কখন মুক্তি পেতে পারেন, সে বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।