ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সৌদি লিগে খেলার জন্যই আল হিলালের সঙ্গে চুক্তি করছেন নেইমার। আল হিলালে ব্রাজিলিয়ান তারকা নাম্বার টেন জার্সি পরবেন বলেও উল্লেখ করেছেন তিনি। দুই পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র যাছাই করে তা অনুমোদনও করেছে।
আল হিলালে যেতে নেইমার সম্মত হয়ে গেছেন। আজকের মধ্যে তার মেডিকেল সম্পন্ন হয়ে যেতে পারে। এরপর সৌদি আরব সফর করবেন তিনি। নেইমারকে আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে উপস্থাপন করবে সৌদি প্রো লিগ। রোনালদো, বেনজেমা, সাদিও মানের পর সৌদি লিগের সেরা সাইনিং হতে যাচ্ছেন নেইমার।
অপরদিকে জানা গেছে দুই বছরের চুক্তিতে ৯০ মিলিয়ন ইউরোতে (৯৮.৫৩ মিলিয়ন ডলার) পিএসজি থেকে আল-হিলালে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। এদিকে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতন পাবেন বছরে। অর্থাৎ আল-হিলাল থেকে নেইমার এক বছরে ২০০ মিলিয়ন ইউরো তথা ২১৯ মিলিয়ন ডলার পাবেন। যা আল-নাসরে খেলা পর্তুগীজ তারকা রোনালদোর সমান।
আল-হিলাল অবশ্য শুরু থেকেই বড় তারকাদের দলে ভেড়ানোর লক্ষ্য নিয়ে দল-বদলের মাঠে নেমেছিল। তারা লিওনেল মেসির জন্য ৪০০ মিলিয়ন দিতেও রাজি ছিল। কিন্তু মেসি সৌদি আরবে না এসে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন।
তাকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর তারা নেইমারের দিকে নজর দেয়। এখন শেষ পর্যন্ত সাবেক বার্সেলোনার তারকাকে দলে টানলো তারা।
নেইমার ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে (২৪৩ মিলিয়ন ডলার) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিল। গেল ছয় বছরে ফরাসি ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে নেইমার গোল করেন ১১৮টি। অ্যাসিস্ট করেন ৭৭টি। এ সময় তিনি পিএসজির হয়ে পাঁচটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ও তিনটি কোপা ডি ফ্রান্স ট্রফি জিতেন। কিন্তু যে লক্ষ্যে পিএসজি তাকে দলে নিয়েছিল সেই চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি একবারও।