গুবমান গিল ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। ওয়ানডে বিশ্বকাপের আগে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন এই ওপেনার। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্দোরে খেলেছেন ৯৭ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। ৯২ বলে শতক হাঁকিয়ে এদিন নয়া রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
ইন্দোরে অজিদের বিপক্ষে শতক হাঁকানোর মাধ্যমে ২০২৩ সালে নিজের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। নিজের ওয়ানডে ক্যারিয়ার বেশিদিনের নয়। তবু্ও ইতিমধ্যে কিংবদন্তি ক্রিকেটারদের রেকর্ড ভেঙেছেন এবং ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে রেকর্ডে ভাগ বসিয়েছেন।
২৪ বছর বয়সী গিল যা করছেন তা রীতিমত ক্রিকেট বিশ্লেষকদের চমকে দিচ্ছে। ভারতের হয়ে দ্রুততম ৬ ওয়ানডে সেঞ্চুরির মালিক বর্তমানে গিল। যা আগে ছিল তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের দখলে। ৪৬ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। যা গিল ভেঙেছেন মাত্র ৩৫ ইনিংসে। শুধু তাই নয় আরো একগুচ্ছ রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন গিল।
এক পঞ্জিকাবর্ষে ঘরের মাঠে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন। যা আগে ছিল শচীন টেন্ডুলকার (১৯৯৬), বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এবং রোহিত শর্মার (২০১৭)। তাদের প্রত্যেকেই ঘরের মাঠে এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি করেছিলেন। এবার ২০২৩ সালে ভারতের মাটিতে চারটি শতক হাঁকিয়ে এই রেকর্ডের মালিক এখন শুবমান গিল। এখানেই থামেননি তিনি এই বছর গড়েছেন আরো অজস্র রেকর্ড। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ১৭৬৩ রান, আন্তর্জাতিক শতক ৭টি, সবচেয়ে বেশি ছয় ৪৬টি, সবচেয়ে বেশি চার ১৮৬টি।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলার। যা তিনি গড়েছিলেন ৪০তম ইনিংসে। গিল এখন আমলার চেয়ে ৮৩ রান পিছিয়ে, হাতে রয়েছে ৫ ইনিংস।
২০২৩ সালে সবচেয়ে বেশি ৫০ + ইনিংস শুবমান গিলের, যার সংখ্যা ১০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৫০+ ইনিংস ৮টি। এই বছর ২০ ইনিংস খেলে ওয়ানডেতে ১২৩০ রান করেছেন গিল।
এছাড়াও ক্রিকেট ঈশ্বর শচীনের অনবদ্য এক রেকর্ড রয়েছে শঙ্কায়। যা ভাঙতে পারেন গিল। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১৮৯৪ রান তোলার রেকর্ড শচীন টেন্ডুলকারের, যা ভারতীয় কিংবদন্তি ১৯৯৮ সালে ৩৩ ইনিংসে তুলেছিলেন। ২৫ বছর পর ঝুঁকিতে শচীনের এই রেকর্ড। যা ভাঙতে গিলের দরকার মাত্র ৬৬৫ রান। এ বছর সব মিলিয়ে আরো ৯-১০টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন ২৪ বছর বয়সী তারকা।
বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বাবর আজম ও হাসিম আমলা সহ সকল তারকাদের রেকর্ড ভেঙে নিজের নামে করেছেন গিল। ক্যারিয়ারের ৩৫তম ইনিংসেই এত কিছু নিজের নামের পাশে লিখানো গিল যেভাবে ছুটছেন তাকে থামাবে কে তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।