নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন পথচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধনী রয়েছেন।
বুধবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সকল নয়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানান, রূপগঞ্জ চানপারা এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। সবাই শঙ্কামুক্ত।
গুলিবদ্ধরা হলেন—রুমান (১৮), সামি (১৮) ও পারভেজ (২৭)।
গুলিবদ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুদ্র জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ চানপাড়া অফিস গলি এলাকায় জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটে। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন গুলিবিদ্ধ হন।