ফুটবলের ইতিহাসে অন্যতম মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এ ক্লাবটিতে খেলে থাকেন ফুটবল বিশ্বের নামীদামী সব তারকারা। ক্লাব পর্যায়ের সম্ভাব্য সব শিরোপা জয়ের রেকর্ডই আছে তাদের। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে গ্যালাক্টিকোদের বিশেষ সব অর্জন। আর্হিক ব্যবস্থাপনায়ও ক্লাবটির সুনাম থাকলেও এবার দুর্নীতির অভিযোগ ওঠেছে ।
২০২২-২৩ ক্লাব মৌসুমে কপা দেল রে ছাড়া আর কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও সেমিতে ম্যানচেস্টার সিটির কাছে বিশাল ব্যবধানে হেরে ছিটপকে যায় আসর থেকে। আর বার্সেলোনার কাছে খুইয়েছে লিগ শিরোপা। এরপর দলকে বিদায় জানিয়েছেন আক্রমণভাগের মধ্যমণি করিম বেনজেমাও। তাই মাঠে এবং মাঠের বাইরে নিজেদের গুছিয়ে নিতে এবারের দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করছে তারা। এরই মধ্যে ব্রিটিশ পত্রিকা দ্যা টেলিগ্রাফ তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে।
দ্য টেলিগ্রাফের মওতে, স্প্যানিশ জায়ান্টরা তাদের কাছে ১ কোটি ২০ লাখ ইউরো অর্থেই কোনও হিসাব দেখাতে পারেনি। এত বিশাল পরিমাণ অর্থকে অন্যান্য ব্যয় হিসেবে চালিয়ে দিয়েছে তারা। পত্রিকাটির অভিযোগ, কোনো স্পন্সরশীপ থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশ দেয়ার বিনিময়ে এ পরিমাণ অর্থ নিয়ে নিয়ে খরচ করেছে ক্লাবটি।
আর্থিক খাতে রিয়ালের এমন কান্ড উয়েফার নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেও মনে পত্রিকাটি। এদিকে টেলিগ্রাফের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রিয়াল।