রিয়াল মাদ্রিদ ইতিহাসে ৩৫তম বারের মতো লিগ শিরোপা জিতেছে । তবে এই জয়ের পথটা সহজ ছিল না মোটেও। বার্সেলোনার কাছে যে নিজ মাঠে ৪-০ গোলে হেরেছিল দলটা। সেই হারের ফলে ডার্বি ম্যাচে জেতার বড়াইয়ের অধিকারটা হয়তো পায়নি, তবে লিগটা ঠিকই জিতেছে রিয়াল।
তাই বলে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া সব ভুলে যাচ্ছেন না। লিগ জিতে বার্সেলোনাকে দারুণ একটা খোঁচাই দিয়ে বসলেন বেলজিয়ান এই ফুটবলার। জানালেন, রিয়ালকে হারিয়েই নাকি লিগ জেতার আনন্দ করে ফেলেছিল বার্সেলোনা!
শেষ দুই মৌসুম ধরে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। গেল বার তাও লিগের প্রতিদ্বন্দ্বিতায় ছিল, চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসিকে হারানোর পর আর লিগের শীর্ষেই উঠতে পারেনি দলটি। তবে চলতি মৌসুমে এল ক্ল্যাসিকো জিতে উদযাপনটা ঠিকই করেছে বার্সেলোনা। জেরার্ড পিকে তো রীতিমতো টুইট করেই জানিয়ে দিয়েছিলেন, ‘আমরা ফিরে এসেছি’।
এর আগে পরে উদযাপনটাও নেহায়েত কম করেনি বার্সা। সেটাই চোখে লেগেছে রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের। এতটাই যে, লিগ জেতার পরেও ভুলতে পারলেন না।
তবে জানালেন, এরপর স্নায়ুচাপ সামলে নিজেদের পারফর্ম্যান্স ধরে রাখাতেই লিগ জিতেছে রিয়াল। বললেন, ‘ক্ল্যাসিকোর পরের সময়টা গুরুত্বপূর্ণ ছিল। কেউ কেউ তো এমন উদযাপন করছিল, যেন তারা ফিরে এসে লিগটাই জিতে গেছে; তবে আমরা শান্ত থেকেছি, কঠিন এক ম্যাচে সেল্টা ভিগোকে হারিয়েছি, গেতাফেকে হারিয়েছি যা আমাদের জন্য সবসময়ই কঠিন হয়ে থাকে।’
পাশাপাশি আরও একটা ম্যাচকে বড় করে দেখলেন কোর্তোয়া। সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও জিতেছিল তার দল। সে ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘সেভিয়ার বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল। আমরা ২ গোলে পিছিয়ে পড়েও ফিরেছিলাম, যখন সবাই ভেবেছি আমরা মরেই গেছি। আর এটাই আমাদের প্রতিপক্ষদের মনোবল ভেঙে দিয়েছিল।’
রিয়ালের লা লিগা জেতার পেছনে কোর্তোয়ার অবদানটা কম নয়। বেনজেমার পাশাপাশি তিনিও এই লিগ জেতার কৃতিত্ব পাওয়ার যোগ্য কি না, সে প্রশ্ন ধেয়ে এসেছিল তার দিকে। তবে কোর্তোয়া জানালেন, এই শিরোপায় অবদান সবার সমান। বললেন, ‘এটা পুরো দলের কাজের জন্য সম্ভব হয়েছে। আমরা সবাই আক্রমণ করেছি, রক্ষণকাজ সামলেছি।’