শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১ বলে ২ রান। বোলিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। ১ রান নিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। ডট হলে জিতবে বাংলাদেশ। রিয়াদ বলও ছুঁড়লেন ঠিকঠাক, কিন্তু বল মাটিতে ড্রপ করার পর সরে যান ব্যাটসম্যান নেওয়াজ। স্টাম্পে আঘাত হানে বল। ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সেটিকে ‘ডেড’ বল ঘোষণা করেন।
আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় রিয়াদকে। ঠিক কী কথা হয়েছিল তাদের মধ্যে? ম্যাচ শেষে রিয়াদ দিয়েছেন তার ব্যাখ্যা, ‘শুধু আমি জিজ্ঞেস করেছিলাম এটা ফেয়ার বল কি না, কারণ ও (নেওয়াজ) অনেক শেষ মুহূর্তে মুভ করেছে। এর বাইরে কিছু না। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়ে ফেরা দলটি ঘরের মাঠে ফিরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ০-৩ ব্যবধানে। প্রথম ম্যাচটিতে জয়ের সুযোগ তৈরি হলেও পারেননি রিয়াদরা। ফল পক্ষে না আসাকে দুর্ভাগ্যজনক বলছেন অধিনায়ক।
‘দুটা ম্যাচ যদি জেতা যেত তাহলে টিমের আত্মবিশ্বাসটা আরও ভালো থাকত। যেরকম অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজের সময় আমাদের ড্রেসিংরুমটা উৎফুল্ল ছিল। অবশ্যই দল হারলে সব টিমমেটরই খারাপ লাগে। অনেক ডাউট ক্রিয়েট হয়। আমার মনে হয় ছেলেরা সবাই চেষ্টা করেছে, জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি’ বলেন মাহমুদউল্লাহ।
রিয়াদ বললেন, ‘অনেক নতুন ছেলে, যারা অভিষিক্ত হয়েছে। সাইফ ডেব্যু করেছে। আজ শহীদুল করেছে এবং বেশ ভালো বোলিং করেছে। এটা তরুণদের জন্য খুব ভালো সুযাোগ তৈরি করেছে। তবে আমার মনে হয় একটু সময় লাগবে। কেননা টি–টোয়েন্টিটা এতটা সহজ না। বিশেষ করে তরুণদের জন্য। আমি মনে করি তারা এটি ম্যানেজ করে নেবে এবং সামনে তারা খুব ভালো পারফর্ম করবে।’