নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের পর গতকাল বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের মিশনে। তবে কিউইদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে ম্যাচ আর মাঠে না গড়ালেও টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের সক্ষমতা নিয়ে দারুণ এক বার্তাই দিয়েছে।
গতকাল শুরুতেই নিউজিল্যান্ড উইকেট হারালেও সে ধাক্কা দ্রুতই সামলে নেয় কিউইরা। আর তা সম্ভব হয়েছিল টিম সেইফার্টের ঝড়ে। টাইগার বোলারদের উপর চড়াও হয়ে স্কোরবোর্ডে দ্রুত রান তুলেছিলেন কিউই এই ব্যাটার।
তবে দ্রুত ঘুরতে থাকা রানের চাকায় লাগাম টেনে ধরেছিলেন টাইগার লেগ স্পিনার। ৩ ওভার হাত ঘুরিয়ে রিশাদ দিয়েছেন মাত্র ১০ রান। এমন কৃপণ বোলিংয়ে কিউইদের প্রশংসাও পেয়েছেন রিশাদ।
রিশাদের বোলিংয়ে মুগ্ধ হয়ে টিম সেইফার্ট বলেন, ‘আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল, বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়। সে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।’