লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে একটি চা দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন রাজেশ। লোকজনের সন্দেহ হলে তার পরিচয় জানতে চান। এ সময় তিনি বাংলা ভাষা বুঝতে না পেরে হিন্দিতে কথা বলতে থাকেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে রাজেশ পুলিশকে জানিয়েছেন, তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে দিল্লিতে থাকেন। দুদিন আগে যশোর সীমান্ত অতিক্রম করে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং পর্যায়ক্রমে রায়পুরে চলে আসেন। তবে তার বাংলাদেশে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ভারতের নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।