নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপি হতাশ বলে দলটির মহাসচিব মির্জা ফখরুলের যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে বিএনপি মহাসচিব হতাশা প্রকাশ করেছেন। তিনি তো রাষ্ট্র নিয়েই হতাশ। সেখানে রাষ্ট্রপতি তো পরের বিষয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
গতকাল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। এর ফলে ১০ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন তিনি।
নতুন রাষ্ট্রপতির শপথের পর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল বলেছিলেন, রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি কতটা কী করবেন, সে বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে যিনি অতটা পরিচিত নন, তেমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ায় বিএনপি কিছুটা হতাশ। যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে, হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন। জনগণের কাছে তিনি পরিচিত নন। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তার ভূমিকা কেমন হবে, তা নিয়ে জনগণ প্রশ্ন তুলতেই পারে।
মির্জা ফখরুলের এমন মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে সেটা কী বিএনপি ঠিক করবে? দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে বিএনপি মহাসচিব হতাশা প্রকাশ করেছেন। তিনি তো রাষ্ট্র নিয়েই হতাশ। সেখানে রাষ্ট্রপতি তো পরের বিষয়।
হাছান মাহমুদ বলেন, যারা রাষ্ট্র নিয়ে হতাশ তারা রাষ্ট্রপতি নিয়ে হতাশা প্রকাশ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ, প্রাজ্ঞ ও বুদ্ধিমান মানুষ। সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও রাষ্ট্রপতি হিসেবে, তিনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে অতীতের মতোই সুচিন্তিতভাবে দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একজন রাষ্ট্রপতি সফলভাবে বিদায় নেওয়ার ঘটনা নির্দেশ করে দেশে সঠিক গণতান্ত্রিক চর্চা রয়েছে। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ মানুষ। অতীতে তিনি বিভিন্ন সংকটে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আগামীতেও রাষ্ট্র পরিচালনায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।