রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে প্রয়োজনে ‘জুলাই বিপ্লবী ফোর্স’ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর প্রতিবাদে রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা।
গোয়েন্দা সংস্থা বিরোধী দলকে দমন পীড়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে আদিব অভিযোগ করেন, বার বার জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের ওপর হামলা হলেও দোষীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি।
ছাত্র-জনতাকে দমিয়ে রাখার জন্য জুলাই বিরোধী শক্তি বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।