রাশিয়ার ৬ জন কর্মকর্তা ও চারটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন। শুক্রবার অভিযোগে বলা হয়েছে, তারা পশ্চিমের প্রতিবেশিকে (ইউক্রেন) টার্গেট করে একটি কম্পিউটার ভাইরাস তৈরি করছিল। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের (এনএসডিসি) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান আলেক্সি ড্যানিলভ অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তি ও সংস্থাগুলো ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার হামলায় অংশ নিয়েছিল।
নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তি ও সংস্থাগুলো রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, পূর্বে তাদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তাই ইউক্রেনের এই পদক্ষেপও নায্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দুইজন বিলিয়নিয়ার ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে এনএসডিসি। এর মধ্যে দিমিত্রি ফির্ত্যাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করেছেন। অন্যজন হলেন পাভেল ফুকস। তিনি হাইড্রোকার্বন উৎপাদনে অবৈধভাবে ছাড় পেয়েছেন।