টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আরও পৌনে চার লাখ সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি।
যদিও কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অপর পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে, কিন্তু তারা তাদের নিজেদের (হতাহতের ও ক্ষয়ক্ষতির) বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক।
সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এ বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটিতে সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যেই জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো।
মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। শেষবার জেলেনস্কি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়ে একটি আপডেট দিয়েছিলেন। সেসময় তিনি জানিয়েছিলেন, রুশ হামলায় ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : কিম জং উন
এই প্রথম যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া
রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী?
ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।
এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।