গত আট দিন ধরে ধারাবাহিকভাবে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রতিদিনই বাড়ছে নিহতের তালিকা। এবার সেই তালিকায় যুক্ত হলো ফুটবলারদের নাম। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো জানিয়েছে, রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে ইউক্রেনের দুই ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রি মার্তিনেঙ্কো। ইউক্রেনের তৃতীয় বিভাগের ক্লাব কারপাতি লেভিভের যুব দলে গোলকিপার হিসেবে খেলতেন ২১ বছর বয়সি সাপিলো। কিছুদিন আগে ট্যাংক কমান্ডার হিসেবে যোগ দেন ইউক্রেনিয়ান আর্মিতে। গত শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
টেনিসের কোর্টে যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন ইউক্রেনের এলিনা সভিটোলিনা। মনটেরি ওপেনে শেষ ৩২ রাউন্ডের খেলায় রাশিয়ার অ্যানাস্তাসিয়া পোতাপোভাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন তিনি। এই টুর্নামেন্টে অর্জিত সব অর্থ ইউক্রেনের আর্মিকে দিবেন এই টেনিস তারকা, ‘এটি আমার জন্য খুবই স্পেশাল এক ইভেন্ট। এখান থেকে অর্জিত সব অর্থই আমি ইউক্রেন আর্মিকে দিব তাদের সাহায্যের জন্য। এখানে একেকটা ম্যাচ জেতা আমার জন্য বিশেষ কিছু।’