রাশিয়ার এই পাল্টা হামলায় কুরস্ক অঞ্চলে সম্মুখযুদ্ধে এখন পর্যন্ত ৪৯ হাজার ৮৩০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। খবর তাসের।
এছাড়াও রকেট লঞ্চ সিস্টেমসহ ১৩ এইচএমএআরএস এবং ৬ এমএলআরএস, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ১৬টি লঞ্চার, ৮টি পরিবহন এবং লোডিং যানবাহন, ৮৯টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন, ১৩টি অ্যান্টি-ব্যাটারি রাডার এবং ৪টি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনেরও বেশি সেনাকে হারিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এ সময় ইউক্রেনীয় ১০টি ট্যাঙ্ক, একটি পদাতিক যুদ্ধের যান, একটি বিশেষ সাঁজোয়া যান, ১১টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮টি গাড়ি, ৩টি আর্টিলারি টুকরো এবং ৩টি মর্টার ধ্বংস করেছে রুশ সেনারা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, কুরস্ক অঞ্চলের কাজাচ্যা লোকনিয়া, কুবাটকিন, লেবেদেভকা, নিকলসকোয়ে, সুদজা এবং চেরকাসকোয়ে পোরেচনয়য়ের কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পরাজিত করেছে রুশ সশস্ত্র বাহিনীর কঠোর যোদ্ধারা।