ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ফুটবলের ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। এর আগে প্রথমে ‘রাশিয়া’ নাম, দেশটির পতাকা এবং জাতীয় সঙ্গীত ব্যবহারে নিষেধাজ্ঞার পর গোটা রাশিয়াকেই ফুটবলে নিষেধাজ্ঞার আওতায় আনে ফুটবলের দুটি নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা ।
মূলত রাশিয়ার করা আপিলের বিপরীতে সিএএসের মঙ্গলবারের দেওয়া রায়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে বলে জানানো হয়।
ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার কারণে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়ার পুরুষ দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেকেও বাদ পড়ে মেয়েদের দল। আর শুধু রাশিয়া নয়, রুশ কোন ক্লাবও এখন থেকে আর অংশ নিতে পারবে না আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায়।
২৮ ফেব্রুয়ারি রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে গত ৩ মার্চ পাল্টা জবাব দেয় রাশিয়া ফুটবল ইউনিয়ন (আরএফিইউ)। ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্ত ‘স্পোর্টিং স্পিরিট’ ও ‘আন্তর্জাতিক ক্রীড়া আইনের’ পরিপন্থী উল্লেখ্য করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানায় তারা।
উল্লেখ্য, সিএএসের এই রায় শুধুমাত্র উয়েফা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফিফার নিষেধাজ্ঞা বাতিল করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।