দেশের সুরক্ষায় হাতিয়ার হিসেবে ভূমি থেকে আকাশে আঘাতকারী এস-৪০০ মিসাইল সিস্টেম বা স্যাম ভারতীয় সেনাদের হাতে খুব শীঘ্রই আসতে চলেছে। চলতি বছরের শেষেই এগুলি ভারতকে পাঠানো শুরু হবে। টুইটে সেকথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা আলমাজ আন্তে (এএনআই)।এই প্রসঙ্গে সংস্থার ডেপুটি সিইও বলেছেন, “আমি পরিস্কার জানাতে চাই, দুই দেশের চুক্তি অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২১ সাল শেষ হওয়ার আগেই এস-৪০০ মিসাইল বা স্যাম হাতে পেতে চলেছে ভারত।”
“আর্মি ২০২১”-এ অংশ নিয়েছিলেন Vyacheslav Dzirkaln সোমবার আন্তর্জাতিক মিলিটার-টেকনিক্যাল ফোরাম। সেখানেই এই মন্তব্য করেন তিনি। জিরকালন আরও জানান, ভারতীয় সেনার দ্বিতীয় একটি দল এখন রাশিয়ায় থেকে এই মিসাইল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে প্রথম গ্রুপটি ইতিমধ্যে নিজেদের প্রশিক্ষণ পূর্ণ করে ফেলেছে। ভারতের আকাশকে অভেদ্য করে তুলতে অত্যাধুনিক এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। ভূমি থেকে বাতাসে আঘাত হানতে সক্ষম এস-৪০০কে রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে মনে করা হয়।