রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর নানা দিক দিয়ে ইউক্রেনের দিকে এগোতে শুরু করে রুশ সেনাবাহিনী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার পরিস্থিতি এই মুহূর্তে বেশ অস্পষ্ট এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য-
• রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার সকালে তিন দিক থেকে রুশ বাহিনী ইউক্রেনের দিকে অগ্রসর হতে শুরু করে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশিরভাগ সংঘাতের খবর আসছে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে।
• ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়ার সামরিক হামলার প্রথম দিনেই ইউক্রেনে ১৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে সেনা ও বেসামরিক নাগরিক।
• ইউক্রেন বর্ডার গার্ড সার্ভিস (ডিপিএসএ) বলছে যে, ১৮ থেকে ৬০ বছর বয়সী সমস্ত ইউক্রেনীয় পুরুষদের দেশ ত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে। সামরিক আইন যতক্ষণ বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা ততক্ষণ বলবৎ থাকবে।
• রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। রাশিয়াকে সাহায্য করার জন্য বেলারুশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশ দু’টি।
• আমেরিকা বলেছে, রাশিয়ার ডলারে ব্যবসা করার ক্ষমতা সীমিত হবে। এর পাশাপাশি রাশিয়ার ব্যাংকগুলোর ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে।
• বিশ্বের সাতটি বড় অর্থনীতির দেশের সংগঠন জি-৭-এর নেতারা একমত হয়েছেন যে, তারা রাশিয়ার ডলার, ইউরো, পাউন্ড এবং ইয়েনে ব্যবসা করার ক্ষমতা সীমিত করবে।
• ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়ার সম্পদ জব্দ করবেন এবং ইউরোপের আর্থিক বাজারে তাদের ব্যাংকগুলোতে প্রবেশাধিকার বন্ধ করে দেবেন।
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনে যুদ্ধ করবে না, বরং ন্যাটোর সদস্য দেশগুলোকে রক্ষা করবে। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও রোমানিয়ায় ন্যাটোর হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
• ন্যাটো মহাসচিব জিনস স্টলটেনবার্গ বলেছেন যে, ন্যাটো তার পূর্ব প্রান্তে ১০০টি যুদ্ধবিমানকে সতর্ক অবস্থায় রেখেছে। তবে ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছে না বলেও জানিয়েছে ন্যাটো।
• চেরনোবিল ঘিরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে যুদ্ধের খবরের মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বন করা প্রয়োজন। সংস্থাটি বলছে, ইউক্রেন তাদের জানিয়েছে, চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রটি দখল করে নিয়েছে রাশিয়া।
• ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিফে স্থানীয়রা জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে ক্রমাগত গোলাবর্ষণের ফলে বহুতল ভবনগুলোতে জানালার কাচ কাঁপছিল।
• ইউক্রেনের সামরিক ঘাঁটি থেকে বিমানবন্দর পর্যন্ত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা ৭০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
• ইউক্রেনের অনেক মানুষ আশ্রয়ের জন্য বড় বড় শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। এর মদ্যে রাজধানী কিয়েভ ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
• ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে দেশ রক্ষার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধ করতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।
• রাশিয়া বলছে এই সামরিক অভিযান কতদিন স্থায়ী হবে তা নির্ভর করবে অভিযান কিভাবে চলছে তার ওপর।
• ইউক্রেনে হামলার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে পুতিন বলছেন, রাশিয়ার সুরক্ষার জন্য তার আর কোনো উপায় ছিল না।