পেন্টাগন ইউক্রেনের সমর্থনে মিগ-২৯ বিমান হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে নিজেদের সব জেট স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল ন্যাটো জোট সদস্য পোল্যান্ড।
পোল্যান্ডের প্রস্তাব করে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ‘‘পোল্যান্ড এবং আমাদের অন্যান্য ন্যাটো মিত্রদের সাথে এই ইস্যুটি সম্পর্কে পরামর্শ চালিয়ে যাব। তবে আমরা পোল্যান্ডের প্রস্তাবটি কার্যকর বলে বিশ্বাস করি না।’’
পোল্যান্ডের প্রস্তাবটিতে কিছু জটিলতা রয়েছে বলে মন্তব্য করেছেন কিরবি। তিনি বলেন, ‘‘এটি আমাদের কাছে স্পষ্ট নয় যে এর জন্য একটি সারগর্ভ যুক্তি আছে। যুক্তরাষ্ট্র যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয় তাহলে পুরো ন্যাটো সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।’’
সোমবার (৭ মার্চ) সাবেক সোভিয়েত আমলে নির্মিত নিজেদের সবগুলো মিগ-২৯ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে স্থানান্তরের প্রস্তাব দেয় পোল্যান্ড। বিমানগুলো ইউক্রেনীয় বাহিনীর সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছিল।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। পোল্যান্ডে আগে থেকেই বহু ইউক্রেনীয় বসবাস করতেন।
দেশটিতে আশ্রয় নেয়া ইউক্রেনীয়দের জন্য একটি বিশেষ বিল পাশ করতে যাচ্ছে পোল্যান্ডের সরকার। আশ্রয় নেয়া ১.৩ মিলিয়ন শরণার্থীর জন্য ১৮ মাসের প্যাকেজ ব্যয় অনুমোদন নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা চলছে।