ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র না দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে চীন।
যদিও চীন এ দাবি অস্বীকার করেছে। এমন অবস্থায় বৃহস্পতিবার (২ মার্চ) জার্মান চ্যান্সেলর এ আহ্বান জানালেন।
জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় ওলাফ শলৎস বলেছেন, ‘বেইজিংয়ের প্রতি আমার বার্তা স্পষ্ট: রাশিয়ান সেনা প্রত্যাহারে মস্কোতে আপনাদের প্রভাব ব্যবহার করুন। ’
তিনি বলেন, ‘আগ্রাসী রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবেন না। ’
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে শলৎস বলেন, আমরা ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কিয়েভ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কথা বলছি।
তিনি বলেন, জার্মানি কিয়েভকে অস্ত্র সরবরাহের সঙ্গে সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধে চীন তার মিত্র রাষ্ট্র রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে, এমন অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো। বেইজিং বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এমন কোনো প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাইডেনও সে কথা বলেছেন।