রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের আবেগ ও সুবিধার কথা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত ১৭ ফেব্রুয়ারি তারিখটি কর্মদিবস হওয়ায় অনেক শিক্ষার্থী আপত্তি জানিয়েছিলেন। তারা চান, সমাবর্তন এমন দিনে হোক, যখন সবাই নিরবচ্ছিন্নভাবে অংশ নিতে পারেন।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল।