সুপার টুয়েলভের খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের সবগুলো খেলায় জয়লাভ করায় অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে থ্রি লায়ন্স। নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চনমনে মেজাজে রয়েছে মরগান বাহিনী।
অন্যদিকে তিন খেলায় একটি জয় এবং দুই হারে ব্যাকফুটে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ ওয়ান থেকে শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। এদিকে, সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ইংল্যান্ড। রানরেটেও অনেকদূর এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে অবস্থান করছে। দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট করে। আজ ইংল্যান্ড জিতলে সেমিফাইনালে যাওয়ার লড়াই হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকা পরের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে।