শরিফুল রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম সরগরম। এরইমধ্যে বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। তার অভিযোগ রাজের স্ত্রী পরীমণির হাত আছে ভিডিও ও ছবিগুলো প্রকাশের পেছনে। অন্যদিকে পরীমণি দুষছেন সুনেরাহকে। তার ধারণা, রাজ নিশ্চয়ই সুনেরাহর কাছে কোনো কিছুতে ধরা আছে।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, সুনেরাহ ইচ্ছা করে এসব ভিডিও ছড়িয়েছে। সবারটা গণহারে দিয়েছে, যাতে আমাকে ব্লেম করা যায়। এগুলো সব ওই মেয়েরই মাস্টারপ্ল্যান। আমি আমার জামাইয়ের সঙ্গে আলাপ করতে পারছি না। অথচ ওই মেয়ে বলছে, এটা যদি রাজ বলে…! আরে অদ্ভুত, তুই কি রাজকে শিখিয়ে দিবি, কী বলবে? তার মানে রাজ নিশ্চয় ওই মেয়ের কাছে কোনো কিছুতে ধরা আছে। ওই মেয়ে হয়তো রাজকে ব্ল্যাকমেল করবে—আমার তো এটাই আশঙ্কা হচ্ছে। আমি তো এখন নিশ্চিত, রাজ কারও দ্বারা ব্ল্যাকমেল হচ্ছে। না হলে রাজ কি কোথাও বলেছে, পরীকে সন্দেহ হয়? তাহলে ওই মেয়ে কেন বলল, রাজ যদি বলে…। ওই মেয়ে এত কনফিডেন্ট কেন।’
পরীমণি আরও বলেন, ‘১০ বছরের ফ্রেন্ডশিপ, এটা মুখের ভাষা। কথাবার্তার কোনো আগামাথা কিছু নেই। এসব ভাষায় বন্ধুবান্ধবেরা কথা বলে, আবার সেসব ভিডিও করে রাখে! ওই মেয়ে লিখল, রাজের সঙ্গে তার ১০ বছরের বন্ধুত্ব, কথা হচ্ছে রাজের ১০ বছরের বন্ধুদের সঙ্গে তো আমি সবচেয়ে বেশি ক্লোজ হবো, তাই না। আমার বাসাতেই ওদের ওঠাবসা হবে। সেই ১০ বছরের মেয়েদেরকে আমি কেন এত দিন খুঁজে পাইনি। ওই মেয়ে লিখছে, বিয়ের পর যোগাযোগ রাখিনি, কথা হচ্ছে আমি কি না করেছি বিয়ের পর যোগাযোগ রাখতে! তাহলে সমস্যা কি আমার। এই ১০ দিন রাজ বাসায় নেই, তাহলে এই ১০ দিনে তোমাদের কেন এত যোগাযোগ বাড়ছে। কয়েক বছর আগের এসব ভিডিও নিয়ে কী হতো, কিচ্ছু হতো না। এমনিতে সব ঠান্ডা হয়ে যেত।’
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।