জানা যায়, বন্যায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় বালিয়ামারী বর্ডার হাট। হাটের কার্যক্রম বৃদ্ধি করার জন্য ক্রেতা ও ভেন্ডারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। সে অনুযায়ী পূর্বের আবেদন থেকে যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। এক পর্যায়ে গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে ফের বন্ধ হয়ে যায় হাটটি।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় হাট চালু করার উদ্যোগ গ্রহণ করে হাট ব্যবস্থাপনা কমিটি। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ জেলা প্রশাসক বারবার হাট বন্ধের জন্য লিখিত আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বর্ডার হাট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বর্ডার হাট ব্যবসায়ী সমিতি আন্দোলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বারবার আলোচনায় বসলেও এখন পর্যন্ত হাটটি চালু করার কোনো সিদ্ধান্ত হয়নি।
হাটে যাওয়ার পথে জিঞ্জিরাম নদীর খেয়া ঘাটের মাঝি আছমত আলী বলেন, আমরা এখানে প্রায় ৩০ জন মানুষ আছি যারা হাটের মালামাল ও মানুষ পার করে জীবিকা নির্বাহ করি। হাটটি বন্ধ থাকায় আমাদের খুব সমস্যা হয়ে গেছে। একদম বেকার হয়ে পড়েছি।
হাটের কুলি শামসু মিয়া বলেন, হাটের মালামাল টেনে কোনোমতে সংসার চলতো। হাটটা বন্ধ হওয়ায় খুব সমস্যায় আছি। বয়স হয়ে গেছে এখন কেউ কোনো কাজেও নেয় না। কী করি, কী খাই কিছুই বুঝি না।
বর্ডার হাট ব্যবসায়ী সমিতির সদস্য ও ভেন্ডার মো. হামিদুর রহমান বলেন, নৌকার মাঝি, গাড়িয়াল, লেবার, ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজার মানুষ এই হাটের সংগে জড়িত থেকে জীবিকা নির্বাহ করে। রাজিবপুরের উন্নয়নে এই হাট খুলে দেওয়া দরকার। দ্রব্যমূল্যের যে দাম তাতে বর্ডার হাটের পণ্য রাজিবপুর বাসীর জন্য অনেক সুফল বয়ে আনতো।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে অনেকেই চাচ্ছে হাটটা চালু হোক আবার অনেকেই চাচ্ছেন না। আসলে এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না। ডিসি মহোদয় এবং মন্ত্রণালয়ে জানানো হয়েছে, তারা যেটা করবে সেটাই হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়েরচর সীমান্তে ১০৭২ নং পিলারের পাশে নোম্যান্স ল্যান্ডের ৪ বিঘা জমিতে ২০১১ সালের ২৩ জুলাই বর্ডার হাটটি চালু করা হয়। প্রতি সোমবার ও বুধবার সকালে হাটটি বসে। যেখানে সীমান্ত এলাকায় উৎপাদিত কৃষি পণ্য থেকে শুরু করে নানা কসমেটিক, তৈরি পোষাক, কৃষি যন্ত্রপাতি, কুটিরশিল্প, প্লাস্টিক পণ্যসহ ৩৭টি পণ্য বিক্রয়ের অনুমতি রয়েছে।