আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অন্যদিকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
কাস্টমস শুধুমাত্র রাজস্ব আহরণের সঙ্গে জড়িত নয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যত বলা হচ্ছে কাস্টমসের শেয়ার কমে যাবে। আগে রাজস্বে কাস্টমসের অংশ ছিল প্রায় ৯৫ শতাংশ, সেটা আস্তে আস্তে কমে ২৭-২৮ শতাংশ হচ্ছে। সামনে হয়তো আরও কমবে। তবে কাস্টমসের প্রয়োজনীয়তা দিন দিন বাড়তে থাকবে। আমদানি ও রপ্তানি গত কয়েক বছরে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সেইভাবে রাজস্ব বৃদ্ধি ঘটেনি। তার মানে আমরা অভ্যন্তরীণ শিল্পকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছি।
এনবিআর চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম খরচে এই রাজস্ব আদায় করে থাকি। সক্ষমতা বাড়ানোর যায়গায় আরও বেশি বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ বেশি করলে রাজস্ব আদায় পরিমাণ বৃদ্ধি পাবে। রাজস্ব বোর্ডের সক্ষমতা বৃদ্ধির যে বিনিয়োগ, সেই বিনিয়োগে যেন আমরা আন্তরিক থাকি।
তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর থেকে বিভিন্ন খাত থেকে সমর্থন বা ইনসেন্টিভ প্রত্যাহার করতে হবে। তাতে যে আমাদের শিল্পের সক্ষমতা কমে যাবে তা নয়। আমি অন্য ভাবে দেখি, তারা আরও সক্ষম হবে। সহযোগিতা যখন উঠে যাবে সেটা মানে আমি সক্ষমতা তৈরি করবো। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে, শিল্পের সক্ষমতা বাড়বে। যেখানে সহায়তা দেওয়া দরকার সেখানে সহায়তা দেওয়া; যেখানে প্রত্যাহার করা দরকার যেখানে সহায়তা প্রত্যাহার করা। এই কাজটা রাজস্ব বোর্ড করে যাচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক। প্রধান অতিথির বক্তব্যে বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘”মিলে নবীন- পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।