আইপিএলে গতকাল ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। চলমান আসরে উড়তে থাকা রাজস্থানের সামনে গতকাল পাত্তা পায়নি হার্দিক পান্ডিয়ার মুম্বাই। পাচবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে রাজস্থান ম্যাচটি জিতে নিয়েছে নিয়েছে ৮ বল আর ৯ উইকেট হাতে রেখেই। আর বড় জয়ের দিনে এদিন আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন যুজবেন্দ্র চাহাল।
আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে দুইশ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন চাহাল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এ টুর্নামেন্টে এর আগে আর কোনো বোলার এমন কীর্তি গড়তে পারেননি। গতকাল মুম্বাইয়ের মোহাম্মদ নবীকে সাজঘরে ফিরিয়ে নিজের দুইশতম উইকেটটি নেন চাহাল।
রাজস্থানের বিপক্ষে গতকাল আগে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো হয়নি মুম্বাইয়ের। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা ফিরেছেন শুরুতেই। পরে দলের হারল ধরেছিলেন তিলক বার্মা। তাঁর ৪৫ বলে ৬৫ এবং নেহাল ওয়াধেরার করা ২৪ বলে ৪৯ রানের সুবাদের নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানের সংগ্রহ গড়ে মুম্বাই।
পরে লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচটি জিতে নিয়েছে রাজস্থান। আর দলকে জেতানোর পথে এদিন ব্যাট হাতে শতকের দেখা পেয়েছেন যশ্বসী জয়সোয়াল। ৬০ বল খেলে ৭ ছয় আর ৯ চারে ১০৪ রান কপ্রেন জয়সোয়াল, দুর্দান্ত এই সতকে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তিনি। তাঁর এই শতকেই ৮ বল হাতে রেখে ৯ উইকেটে ম্যাচট জিতে নেয় রাজস্থান।
আইপিএলে দুইশ উইকেটের মাইলফলক গড়তে চাহাল খেলেছেন ১৫২ ইনিংস। টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় এরপরেই আছেন ডোয়েইন ব্রাভো, ১৫৮ ইনিংসে তিনি নিয়েছেন মোট ১৮৩ উইকেট, এরপরে আছেন পিযূস চাওলা, তাঁর উইকেট সংখ্যা ১৮১টি।
এদিকে আইপিএলে দুইশ উইকেট নেয়ার মাইলফলক গড়ে গতকাল চাহাল বলেন, ‘যখন আইপিএল খেলা শুরু করি তখন আমি কখনোই ভাবি নি যে এমন অর্জন করতে পারবো। আমি মুম্বাইয়ের দলে ছিলাম তিন বছর, তবে আমার আসল যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এই যাত্রায় অনেক উত্থান-পতন দেখেছি, বাজে সময় থেকে শেখার চেষ্টা করেছি, আর আজ আমি এই অবস্থায় আসতে পেরেছি ওই বাজে সময় সময়গুলো এবং আমার কাছের মাউষদের জন্যই।’