নিহত শামীম (২১) শিশু ধর্ষণ ও হত্যার একটি ঘটনায় জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, “বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল ললিতনগর এলাকায় টহলে ছিল। এসময় কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশের উপর হামলা করলে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়। শুক্রবার সকালে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।”
ধর্ষণের পর হত্যার শিকার শিশুটির বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল ফোন শামীমের কাছে পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইফতেখায়ের। “পুলিশ ঘটনার পর থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে ছিল। মোবাইল ফোনটি উদ্ধারের পর নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে ধর্ষণ ও হত্যার সঙ্গে শামীম জড়িত।”
শামীমের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। গত শনিবার গভীর রাতে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগরে চতুর্থ শ্রেণির ছাত্রী ওই শিশুটিক ধর্ষণের পর হত্যা করা হয়।