করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে রাজনৈতিক বন্দিদের মানবিক বিবেচনায় জামিন দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় দোষীরা বাদে রাজনৈতিক বন্দি ও লঘু দণ্ডে কারাবন্দিদের মানবিক বিবেচনায় জামিন দেওয়া হলে করোনা থেকে বন্দিরা রক্ষা পেতে পারেন।’
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে ধারণক্ষমতার চেয়েও কয়েক গুন বন্দি থাকা কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। যার ফলে কারাগারগুলো করোনাভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘কারাগারে করোনাভাইরাস আরও বিস্তার লাভ করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। যেহেতু চূড়ান্ত বিচারের আগে কাউকেই দোষী বলা যায় না, সেহেতু বিনাবিচারে একজন নির্দোষ লোকও যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মৃত মানুষটির জীবন সরকার ফিরিয়ে দিতে পারবে না।’