বাংলাদেশের নির্বাচনের সময় ভারতের পাশে থাকা নিয়ে গতকাল শনিবার কথা বলেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে কাদের বলেন, ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। অবশ্য সেতুমন্ত্রীর দাবি, নির্বাচনবিরোধীরা আন্দোলনে ব্যর্থ হয়ে ভারত নিয়ে অপ্রচার করেছে।
তবে সেখানে সেতুমন্ত্রী দাবি করেন, প্রতিবেশি দেশ ভারত দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বরং পাশে ছিল।
কাদের বলেন, ‘শত অপপ্রচারের মধ্যেও আমরা নির্বাচন করেছি। বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে? কেন হস্তক্ষেপ করবে? অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে পরিমাণ ছোটাছুটি করেছে, আমরা সেই ভূমিকায় ভারতকে দেখিনি। ভারতের হাই কমিশনার এই ধরনের ভূমিকায় যাননি। ভারতের কথা ছিল, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে, এতে অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নাই। সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর দেশ এখানে অশুভ খেলা খেলতে চাইলেও সাহস পায়নি।’
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী ওবায়দুল কাদেরের বক্তব্যে সত্য খুঁজে পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘ভারত নিয়ে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার, ৭ জানুয়ারির নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। ভোটারশূন্য নির্বাচন করে এতো বড় কথা মানায় না। আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য- চুরির বক্তব্য।’
আওয়ামী লীগ-বিএনপির এমন বক্তব্য অবশ্য এখানেই থেমে থাকেনি। রোববার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারত নিয়ে কথা বলেন ওবায়দুল কাদেরভ
সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণী পার হয়েছে’। জবাবে ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে আরও জোরালো বক্তব্য দেন।
সেতুমন্ত্রী বলেন, ‘যখন দেশ-বিদেশে শত্রুতা, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।’