রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের করা মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেলা ১১টায় প্রতিবাদ সভার আয়োজন করে ভাসানী পরিষদ। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শেষ দিকে ডা. জাফরুল্লাহ প্রেসক্লাবে প্রবেশ করছিলেন। এসময় পুলিশের ওপর হামলার পরিকল্পনা করছে এমন অভিযোগে আটজনকে আটক করে। যদিও সেখানে উপস্থিত পুলিশ জানিয়েছে, তারা পাঁচজনকে আটক করেছে। তাদের আটক করার পরই পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান, গতকালের (২৬ মার্চ) ঘটনার জেরে প্রেস ক্লাবের সামনে থেকে দুই-তিনজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।