পুরো এপ্রিলে নেই বৈশাখি ঝড়, ছিলো না বৃষ্টির দেখা। খরায় পুড়ছে সারা দেশ।তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল নাগরিক জীবন। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল নগরবাসী। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত। বুধবার রাত সোয়া ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকা এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির খবর পাওয়া গেছে রাজধানীর বাইরে থেকেও। এসব এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।
তবে আবহাওয়া অফিস আগেই বলেছিল, বুধবার থেকে যশোর,সীতাকুণ্ড,রাঙামাটি, নোয়খালী, ফেনী,রাজশাহী,পাবনা, ঢাকা, রংপুর ,খুলনা, বরিশাল, সিলেট অঞ্চলে এখন মাঝারি তাপপ্রবাহ বইছে। এসব এলাকায় দুইএকদিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা কম। তবে কুমিল্লা, কিশোরগঞ্জ , রংপুর , ময়মনসিংহের দুই এক স্থানে হালকা বৃষ্টি হতে পারে।কিন্তু সারাদিনেও বৃষ্টির দেখা না মিললেও রাতে নামলো সেই কাঙ্ক্ষিত বৃষ্টি।
বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ উঠেছে সর্বচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৩৮.৩ আর রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় মাঝারি তাপপ্রবাহ ছিলো। এদিকে এই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সাধারণ মানুষের জনজীবন। এমনিতেই লকডাউন। তার ওপর যারা বাধ্য হয়ে কাজে বের হচ্ছেন, দুপুরের গরমে তাদের অবস্থা ছিলো দুর্বিসহ। অবশেষে বৃষ্টির হওয়াতে গরম থেকে একটু হলেও স্বস্তি পাবে নগরবাসী।