রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিস্ফোরক জাতীয় বস্তুর বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাদশা মাঝির টিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)।
এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।