বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন তসলিমা নাসরিন। এবার এই বিতর্কিত লেখক পড়লেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে। মুসলিম প্রেমিককে বিয়ে নাম বদলেছেন রাখি। এতেই নাখোশ হয়েছেন তসলিমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রাখির মুসলিম নাম ধারণ করায় তসলিমা নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাখিকেও নিজের নাম বদলাতে হয়েছে কারণ তিনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম সম্প্রদায়ের। অন্য সম্প্রদায়ের মতো ইসলামকেও বিবর্তিত হতে হবে এবং মুসলমান ও অন্য ধর্মের মধ্যে বিয়েকে মান্যতা দিতে হবে।’
মুসলিম ছেলে আদিল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নতুন নাম রাখেন রাখি সাওয়ান্ত। এখন তার নাম রাখি সাওয়ান্ত ফাতিমা। নিকাহনামাতে এই নাম ব্যবহার করেছেন তিনি। তবে ধর্ম পরিবর্তন করেছেন কি না—সেটা এখনও জানা যায়নি।
সম্প্রতি ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন রাখির মা। ফেসবুক লাইভে এসে মায়ের জন্য কান্নাকাটি করে সবার কাছে আশীর্বাদও চেয়েছিলেন তিনি। এর একদিন পরে আদিলের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আছে। তাদের বিয়ের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই জানা যায় নাম বদলের খবর। তারপরই নাখোশ তসলিমা নিজের মত প্রকাশ করেন।