ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলছে, রাইসিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত। রবিবার (২০ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রাইসি ইরানের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাইয়ার হাইয়াত। নতুন নেতা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বাড়িয়ে দেবেন বলেও সতর্ক করেন তিনি।
এদিকে রাইসিকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।