পরে স্থানীয় আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মাদরাসার শিক্ষকসহ অন্যরা।
জানা গেছে, আহত স্কুলছাত্র সিজান ইসলাম (১২)। সে গৌরীপুর এলাকার খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দিন আগে দারুল আরক্বাম তা’লীমুস্ সুন্নাহ্ মাদরাসার দুই ছাত্রের সাথে পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল স্কুলেরছাত্র সিজান ইসলামে দ্বন্দ্ব হয়। পরে বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহ মিমাংসা করে দিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে চলে যান।
গতকাল শুক্রবার বিকেলে সিজান মাদরাসার সামনে গেলে ছাত্রদের দিয়ে ডেকে মাদরাসার ভেতরে নিয়ে যায় এবং মারধর করে। এক পর্যায়ে রশি দিয়ে হাত-পা বেঁধে মাদরাসায় রেখে পালিয়ে যায় ছাত্র ও শিক্ষক। পরে সন্ধ্যায় স্থানীয়রা মাদরাসার ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সিজানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম শুক্রবার রাতে বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।