নির্দেশনায় বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে রপ্তানির সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারী ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে আবেদনকারী ব্যাংক ও ইস্যুয়িং ব্যাংক বরাবর সরাসরি কিংবা ওই ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি নথি পাঠাতে হবে।
হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের আবেদনকারী ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি ও হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়েছে। চুক্তিপত্রের মাধ্যমে রপ্তানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে রপ্তানি নথি ছাড়করণ ও মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান মেনে চলতে বলা হয়েছে।