দুর্ঘটনার ৩৩ ঘণ্টা পার হলেও এখনো ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে পারেনি জাহাজ দুটি। তবে মালবোঝাই একটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ফেরিডুবির ঘটনায় নিখোঁজ ফেরি ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ন কবিরেরও এখনো সন্ধান মেলেনি। উদ্ধারকর্মীরা বলছেন, হুমায়ন কবির ফেরির মধ্যে কোনো এক জায়গায় আটকে আছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, ডুবে যাওয়া ফেরিটি আনুমানিক ২শ থেকে ২২০ টন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ফেরিটিকে উদ্ধার করতে আসা জাহাজ হামজা ও রুস্তমের সক্ষমতা ১৩০ থেকে ১৩৫ টন। যে কারণে ফেরিটি উদ্ধারের কাজ এখনো শুরু হয়নি।
খালেদ নেওয়াজ জানান, নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌঁছার কথা। এর সক্ষতা রয়েছে ৩০০ টন। প্রত্যয় আসার সঙ্গে সঙ্গে ফেরি উদ্ধারের কাজ শুরু করা হবে।
ঘনকুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাতে নদীতে নোঙ্গর করে রাখা ছিল ফেরি রজনীগন্ধা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘাটের কাছাকাছি আসার পর নয়টি ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়। এরপর উদ্ধারকারী জাহাজ হামজা গিয়ে গতকালেই মালবোঝাই একটি কাভার্ডভ্যান ও একটি মালবাহী ট্রাক উদ্ধার করে। আর বৃহস্পতিবার বিকেলে তিনটার দিকে একটি মালবোঝাই ট্রাক উদ্ধার করে আরেক জাহাজ রুস্তম।
তবে এখনো ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া ডুবে আছে আরও ছয়টি ট্রাক। নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় গেলে ফেরিটি উদ্ধারের কাজ শুরু হবে।