দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের মতো রংপুরেও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া কার্যক্রম বিকেল ৫টায় শেষ হয়। জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নিজ নিজ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনে ২৭৭ জন মনোনয়ন ফরম জমা করেছেন। এর মধ্যে এক তৃতীয়াংশ ৯২ জন স্বতন্ত্র প্রার্থী।
শেষ দিনে বৃহস্পতিবার সকাল থেকে দলীয় প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়ন ফরম জমা দিতে এসে শোডাউন, মিছিল ও জমায়েতের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেন। যদিও প্রার্থীরা শোডাউনের বিষয়টি অস্বীকার করে কর্মী-সমর্থকরা নিজ উদ্যোগে এসব করেছে বলে দোষারোপ করছেন।
রংপুর
জেলার ছয়টি আসনে জাতীয় সংসদের স্পিকার, বাণিজ্যমন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় চিফ হুইপসহ ৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রংপুর- ১ আসনে বিরোধী দলীয় চিফ হুইপ ও বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা (স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার (জাতীয় পার্টি), রেজাউল করিম রাজু (আ’লীগ), আসাদুজ্জামান বাবলু (স্বতন্ত্র-আ’লীগ), শাহিনুর আলম (স্বতন্ত্র-জাতীয় পার্টি), বদরুদ্দোজা চৌধুরী (তৃণমূল বিএনপি), হাবিবুর রহমান (এনপিপি), শ্যামলী রায় (বাংলাদেশ কংগ্রেস), সবুজ মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), বখতিয়ার হোসেন শিশির (ওয়াকার্স পার্টি), মো. মঞ্জুম আলী (স্বতন্ত্র) এবং মোশাররফ হোসেন (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রংপুর- ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডল (জাতীয় পার্টি), বিশ্বনাথ সরকার (স্বতন্ত্র-আ’লীগ), সুমনা আক্তার লিলি (স্বতন্ত্র-আ’লীগ), মো. আশরাফ উজ জামান (জাকের পার্টি) এবং জিল্লুর রহমান (বিএনএফ)।
রংপুর- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তুষার কান্তি মণ্ডল (আ’লীগ), লায়লা আঞ্জুমান আরা বেগম (জাকের পার্টি), সহিদুল ইসলাম (জাসদ), শফিউল আলম (এনপিপি), আব্দুর রহমান রেজু (বাংলাদেশ সুপ্রিম পার্টি), একরামুল হক (বাংলাদেশ কংগ্রেস), তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী (স্বতন্ত্র), এ টি এম রাকিবুল বাশার (স্বতন্ত্র)।
রংপুর- ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মোস্তফা সেলিম বেঙ্গল (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস) ও হাকিবুর রহমান (স্বতন্ত্র)।
রংপুর- ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমান, আনিছুর রহমান (জাতীয় পার্টি), জাকির হোসেন সরকার (স্বতন্ত্র-আ’লীগ), মাহবুবুর রহমান (বাংলাদেশ কংগ্রেস), আব্দুল ওয়াদুদ মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আব্দুল হালিম মণ্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ), এনামুল হক (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), শামীম মিয়া (জাকের পার্টি) এবং আব্দুল বাতেন (বিএনএফ)।
রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নুর আলম যাদু মিয়া (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র-আ’লীগ), ইকবাল হোসেন (তৃণমূল বিএনপি), মো. হুমায়ুন ইজাজ (এনপিপি), বেদারুল ইসলাম (জাকের পার্টি), জাকারিয়া হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি), মাহবুল আলম (বাংলাদেশ কংগ্রেস) এবং তাকিয়া জাহান চৌধুরী (স্বতন্ত্র)।
পঞ্চগড়
প্রতিনিধি এসকে দোয়েল জানিয়েছেন, জেলার দুটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীসহ মোট ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পঞ্চগড়- ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া (মুক্তা), বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান (স্বতন্ত্র-আ’লীগ), আনোয়ার সাদাত সম্রাট (স্বতন্ত্র-আ’লীগ), আবু তোয়বুর রহমান (স্বতন্ত্র-আ’লীগ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ ছাড়া আবু সালেক (জাতীয় পার্টি), আব্দুর রহিম (জাতীয় পার্টি), সুমন রানা (জাকের পার্টি), আনিছুর রহমান (জাকের পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), আব্দুল ওয়াদুদ বাদশা (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মশিউর রহমান বাবুল (ন্যাশনাল পিপলস পাটি), ফারুক আহম্মেদ (জাসদ), মিল্টন রায় (বাংলাদেশ জাতীয় পার্টি) ও আব্দুল মজিদ (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) এবং আকতারুল ইসলাম (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পঞ্চগড়- ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান রেলমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আহমাদ রেজা ফারুকী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শাহ আলম (জাকের পার্টি), আব্দুল আজিজ (তৃণমূল বিএনপি) ও লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)। এদের মধ্যে তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় আব্দুল আজিজকে বহিষ্কার করেছে বিএনপি।
ঠাকুরগাঁও
প্রতিনিধি আরিফ হাসান জানিয়েছেন, জেলার তিন আসনে প্রার্থী হতে ২০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ঠাকুরগাঁও- ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, তাহমিনা আক্তার মোল্লা (স্বতন্ত্র-আ’লীগ), রাজিউর রাজী (জাতীয় পার্টি), অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী (ওয়ার্কার্স পার্টি), রাজিউল ইসলাম (ন্যাশনাল পিপলস্ পার্টি), মাহবুবুর রহমান (জাকের পার্টি) এবং রফিকুল ইসলাম (ইসলামী ঐক্যজোট)।
ঠাকুরগাঁও- ২ আসনে আওয়ামী লীগ মনোনীত মাজহারুল ইসলাম, আলী আসলাম (স্বতন্ত্র-আ’লীগ), নুরুন নাহার (জাতীয় পার্টি), নুর আলম সিদ্দিক (জাকের পার্টি), আব্দুল কাদের (স্বতন্ত্র), রিম্পা আক্তার (স্বতন্ত্র) এবং মোজাফফর হোসেন (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ঠাকুরগাঁও- ৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ইমদাদুল হক, হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), গোপাল চন্দ্র রায় (ওয়াকার্স পার্টি), খলিলুর রহমান (বিকল্পধারা), শেখ সালাউদ্দিন (এনপিপি) ও আশা মনি (স্বতন্ত্র)।
দিনাজপুর
প্রতিনিধি ইমরান আলী সোহাগ জানিয়েছেন, জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৪ জন প্রার্থী।
দিনাজপুর- ১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আবু হোসাইন বিপু (স্বতন্ত্র-আ’লীগ), জাকারিয়া জাকা (স্বতন্ত্র-আ’লীগ), শাহিনুর ইসলাম (জাতীয় পার্টি), আব্দুল হক (ওয়ার্কার্স পার্টি), জহুরুল ইসলাম (এনপিপি) এবং বিভূতি ভূষণ (জাকের পার্টি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দিনাজপুর- ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত খালিদ মাহমুদ চৌধুরী, মাহবুব আলম (জাতীয় পার্টি), আনোয়ার চৌধুরী জীবন (স্বতন্ত্র-জাতীয় পার্টি), মতিউর রহমান ( জাকের পার্টি)।
দিনাজপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদের হুইপ ইকবালুর রহিম, রাশেদ পারভেজ (স্বতন্ত্র-আ’লীগ), বিশ্বজিৎ ঘোষ (স্বতন্ত্র-আ’লীগ), আহমেদ শফী রুবেল (জাতীয় পার্টি), ফরহাদ আলম (ইসলামী ঐক্যজোট), পারুল সরকার লিমা (এনপিপি), শিউলি খাতুন (জাকের পার্টি) এবং আব্দুস সালাম (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দিনাজপুর- ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, তারিকুল ইসলাম (স্বতন্ত্র-আ’লীগ), মোনাজাত চৌধুরী (জাতীয় পার্টি) এবং আজিজা সুলতানা (এনপিপি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দিনাজপুর- ৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান, তোজাম্মেল হক (স্বতন্ত্র-আ’লীগ), হযরত আলী বেলাল (স্বতন্ত্র-আ’লীগ), অ্যাডভোকেট নুরুল ইসলাম (জাতীয় পার্টি), শওকত আলী (এনপিপি) এবং হারুনুর রশিদ সরকার (জাকের পার্টি)।
দিনাজপুর- ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, আজিজুল হক চৌধুরী (স্বতন্ত্র-আ’লীগ), ফিরোজ সুলতান আলম (জাতীয় পার্টি), শাহনেওয়াজ ফিরোজ (স্বতন্ত্র) এবং শাহ্ আলম বিশ্বাস (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নীলফামারী
প্রতিনিধি শরিফুল ইসলাম জানিয়েছেন, জেলার চারটি আসনে ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নীলফামারী- ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি (স্বতন্ত্র-আ’লীগ), খায়রুল আলম বাবুল (স্বতন্ত্র-আ’লীগ), সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তসলিম উদ্দীন (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), জাফর ইকবাল সিদ্দিকী (বিএনএম), লতিবালী রহমান লতিফ (জাকের পার্টি), মখদুম আজম মাশরাফী (জাতীয় পার্টি-জেপি), করুনা ময় মল্লিক (এনপিপি), অ্যাডভোকেট এন. কে আলম চৌধুরী (তৃণমূল বিএনপি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নীলফামারী- ২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান নুর, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (স্বতন্ত্র-আ’লীগ), শাহজাহান আলী চৌধুরী (জাতীয় পার্টি), মোরছালিন ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), বিকাশ চন্দ্র অধিকারী (বাংলাদেশ পিপলস পার্টি) ও আবু সাঈদ (জাকের পার্টি)।
নীলফামারী- ৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (জাতীয় পার্টি), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, মার্জিয়া সুলতানা (স্বতন্ত্র-আ’লীগ), সাদ্দাম হোসেন পাভেল (স্বতন্ত্র-আ’লীগ), আবু সাইদ শামিম (স্বতন্ত্র-আ’লীগ), হুকুম আলী খান (স্বতন্ত্র-আ’লীগ), মো. রোকুনুজ্জামান (স্বতন্ত্র-আ’লীগ), অধ্যাপক আজিজুল ইসলাম (জাসদ), খলিলুর রহমান (তৃণমূল বিএনপি), মোজাম্মেল হক (গণতন্ত্রী পার্টি), বাদশা আলমগীর (বাংলাদেশ কল্যাণ পার্টি) এবং কাজী ফারুক কাদের (স্বতন্ত্র)।
নীলফামারী- ৪ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুল, মোখছেদুল মোমিন (স্বতন্ত্র-আ’লীগ), আব্দুল হাই সরকার (এনপিপি), আজিজুল হক (জাসদ), এম সাজেদুল করিম (বিএনএম), আব্দুল্লাহ আল নাসের (তৃণমূল বিএনপি), সিদ্দিকুল আলম (স্বতন্ত্র-জাতীয় পার্টি) ও সাখাওয়াৎ হোসেন (স্বতন্ত্র)।
লালমনিরহাট
প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন জানিয়েছেন, জেলার তিনটি আসনে ২৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষদিন পর্যন্ত জমা করেছেন ২৬ জন প্রার্থী।
লালমনিরহাট- ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান প্রধান (স্বতন্ত্র-আ’লীগ), কে এম আমজাদ হোসেন তাজু (স্বতন্ত্র-আ’লীগ), আব্দুল বাকী (স্বতন্ত্র-আ’লীগ), হাবিবুল হক বসুনিয়া (জাতীয় পার্টি), মানিকুর রহমান (জাকের পার্টি), হাবিব মো. ফারুক (জাসদ) এবং আজম আজহার হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।
লালমনিরহাট- ২ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সিরাজুল হক (স্বতন্ত্র-আ’লীগ), হালিমা খাতুন (স্বতন্ত্র-আ’লীগ), দেলওয়ার হোসেন (জাতীয় পার্টি), রজব আলী (জাকের পার্টি), সুবৃত্তি রাণী (গণতন্ত্রী পার্টি), শরিফুল ইসলাম (এনপিপি), বাদশা মিয়া (বাংলাদেশ মুসলিম লীগ), দেলাব্বর হোসেন (বাংলাদেশ কংগ্রেস), মমতাজ আলী শান্ত (স্বতন্ত্র) ও রবীন্দ্রনাথ বর্মণ (স্বতন্ত্র)।
লালমনিরহাট- ৩ আসনে জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান, জাবেদ হোসেন বক্কর (স্বতন্ত্র-আ’লীগ), জাহিদ হাসান (জাতীয় পার্টি), শামীম আহম্মেদ চৌধুরী (তৃণমূল বিএনপি), সকিউজ্জামান মিয়া (জাকের পার্টি), আশরাফুল আলম (বাংলাদেশ সাম্যবাদী দল), আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী (জাসদ) এবং শ্রী হরিশ চন্দ্র রায় (এনপিপি)।
কুড়িগ্রাম
প্রতিনিধি জুয়েল রানা জানিয়েছেন, এ জেলার চারটি আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী।
কুড়িগ্রাম- ১ আসনে বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর (আ’লীগ), এ কে এম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি), আতিকুল রহমান (স্বতন্ত্র), কাজী রফিকুল কবির (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আব্দুল হাই সরকার (জাকের পার্টি), তাজুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), (নুর মোহাম্মদ (এনপিপি), মনিরুজ্জামান খান ভাসানী (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
কুড়িগ্রাম- ২ আসনে বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি), জাফর আলী (আ’লীগ), আব্দুর সালাম (এনপিপি), মশিউর রহমান (জাকের পার্টি), হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র), আব্দুল কুদ্দুস মিয়া (ওয়ার্কাস পার্টি), নাজমুল হুদা (স্বতন্ত্র), শফিউর জামাল (স্বতন্ত্র), শাহাজান আরিফ আজম (স্বতন্ত্র), মকবুল হোসেন (বাংলাদেশ কংগ্রেস) ও শেফালী আক্তার (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
কুড়িগ্রাম- ৩ আসনে সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (আ’লীগ), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), রাকিবুল হাসান সর্দার (স্বতন্ত্র), সাহেব মিয়া (জাকের পার্টি), আব্দুর রহিম ভুইয়া (স্বতন্ত্র), মোসাদ্দেকুল আলম (এনপিপি), ডা. আক্কাস আলী সরকার (স্বতন্ত্র-ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল বাতেন (তৃণমূল বিএনপি), ফজলুল হক (বাংলাদেশ কংগ্রেস) ও হাবিবুর রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
কুড়িগ্রাম- ৪ আসনে বর্তমান সংসদ সদস্য, গণশিক্ষা ও প্রাথমিক প্রতিমন্ত্রী জাকির হোসেন (স্বতন্ত্র-আ’লীগ), বিপ্লব হাসান পলাশ (আ’লীগ), একে এম সাইফুল রহমান (জাতীয় পার্টি), রুহুল আমিন (জাতীয় পার্টি-জেপি), মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), শাহ আলম (জাকের পার্টি), জোবাইদুল ইনলাম বাদল (স্বতন্ত্র), আবু সামিম হাবিব (কৃষক শ্রমিক জনতা লীগ), মাসুম ইকবাল (স্বতন্ত্র), সাফায়েত বিন জাকির (স্বতন্ত্র-আ’লীগ), আবু হানিফ (স্বতন্ত্র), মেহের উল্লাহ সেলিম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), জাহিদ হাসান (স্বতন্ত্র), আতিকুল রহমান খান-(তৃণমূল বিএনপি), ফারুকুল ইসলাম (স্বতন্ত্র), শাহ মো. নুর-ই শাহি (স্বতন্ত্র) এবং আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস) মনোনয়ন ফরম জমা করেছেন।
গাইবান্ধা
প্রতিনিধি রিপন আকন্দ জানিয়েছেন, জেলার পাঁচটি আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫২ জন।
গাইবান্ধা- ১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আওয়ামী লীগ মনোনীত আফরুজা বারী, আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র-আ’লীগ), মোশাররফ হোসেন বুলু (জাতের পার্টি), শরিফুল ইসলাম (গণফ্রন্ট), আইরিন আক্তার (বাংলাদেশ কল্যাণ পার্টি), গোলাম আহসান হাবীব মাসুদ (জাসদ), ওমর ফারুক সিজার (বিএনএফ), আবু বক্কর সিদ্দিক (কৃষক শ্রমিক জনতা লীগ), খন্দকার রবিউল ইসলাম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), ফখরুল হাসান প্রামাণিক (বাংলাদেশ কংগ্রেস), মোস্তফা মহসিন সর্দার (স্বতন্ত্র-জাতীয় পার্টি), এবিএম মিজানুর রহমান (স্বতন্ত্র) ও জয়নাল আবেদীন (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
গাইবান্ধা- ২ আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আব্দুর রশীদ সরকার (জাতীয় পার্টি), শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র-আ’লীগ), মাসুমা আক্তার (স্বতন্ত্র-আ’লীগ), সাজেদুর রহমান (স্বতন্ত্র-আ’লীগ), মকদুবর রহমান সরকার (স্বতন্ত্র-আ’লীগ) , রকিবুল ইসলাম (স্বতন্ত্র-আ’লীগ), গোলাম মারুফ মোনা (জাসদ) এবং আবু তাহের সায়াদ চৌধুরী (কৃষক শ্রমিক জনতা লীগ)।
গাইবান্ধা- ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রোমান (জাতীয় পার্টি), সাহারিয়া খান বিপ্লব (স্বতন্ত্র-আ’লীগ), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র-আ’লীগ), বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার (স্বতন্ত্র-আ’লীগ), এস.এম খাদেমুল ইসলাম খুদি (জাসদ), মোস্তফা মনিরুজ্জামান (কৃষক শ্রমিক জনতা লীগ), জাহাঙ্গীর আলম (এনপিপি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদুল হক (বাংলাদেশ কল্যাণ পার্টি), তোছাদ্দেক হোসেন শাপলা (জাকের পার্টি), মনজুরুল হক সাচ্চা (স্বতন্ত্র) ও আবু জাফর তৈয়ব জাহিদ নিউ (স্বতন্ত্র) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
গাইবান্ধা- ৪ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (স্বতন্ত্র-আ’লীগ), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), শ্যামলেন্দু মোহন রায় জিবু (স্বতন্ত্র-আ’লীগ) এবং আবুল কালাম (জাকের পার্টি)।
গাইবান্ধা- ৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, ফারজানা রাব্বী বুবলী (স্বতন্ত্র-আ’লীগ), আতাউর রহমান আতা (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্পধারা), ফারুক মিয়া (এনপিপি), শামসুল আজাদ শীতল (স্বতন্ত্র) এবং এইচ এম এরশাদ (স্বতন্ত্র)।
তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।