বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান তারকাদের জীবনে খ্যাতি মাঝে মাঝে বিড়ম্বনা হয়। রটে নানা গুজব, এমনকি জলজ্যান্ত মানুষকে মৃত বলে গুজব রটিয়ে দেয়া হয় হরহামেশাই। বাংলাদেশেও এরকম বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে বহু তারকা শিল্পীকে। বলিউডের তারকারাও বাদ যাননি এমন গুজবের হাত থেকে। মৃত্যুর গুজবের শিকার হতে হয়েছে শাহরুখ খান, দিলীপ কুমারের মতো তারকাকেও। এক নজরে জেনে নিন তেমনই দশ তারকা সম্পর্কে যারা মৃত্যুর গুজবের শিকার হয়েছিলেন:
পরেশ রাওয়াল: মাত্র কদিন আগেই পরেশ রাওয়ালের মৃত্যুর গুজব রটে। এক টুইটে দাবী করা হয় ১৪ মে ভোর ৭টায় তার মৃত্যু হয়েছে। পরেশ রাওয়াল অবশ্য বেশ মজা করে এর উত্তর দিয়েছেন। বলেছেন, ‘ভুল বোঝার জন্য দুঃখিত। আমি আসলে ঘুমাচ্ছিলাম।’
লাকি আলী: সম্প্রতি লাকি আলীর মৃত্যুর গুজবও রটে। দাবী করা হয়, কোভিডে তার মৃত্যু হয়েছে। তবে নাফিসা আলী নিশ্চিত করেন, লাকি আলী ভালো আছেন। তিনি করোনায় আক্রান্ত নন। তিনি গান নিয়ে কাজ করছেন। পরে লাকি আলী নিজেও জানান, তার মৃত্যুর খবর ভুয়া এবং তিনি বাড়িতেই আছেন।
মুমতাজ: বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজও ২০২০ সালে মৃত্যুর গুজবের শিকার হয়েছিলেন। পরে লন্ডন থেকে তিনি এক ভিডিও বার্তা পাঠিয়ে বলেন, ‘দেখুন আমি মারা যাইনি। আমি এতটাও বুড়ো হইনি, যতটা তারা আমাকে মনে করেন।’
লতা মঙ্গেশকর: ২০১৯ সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই সময়ে তার মৃত্যুর গুজব রটেছিল। তার পরিবারের তরফ থেকে তখন জানানো হয়েছিল, লতা ভালো আছেন। সব গুজব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছিল।
দিলীপ কুমার: দিলীপ কুমারের মৃত্যুর খবর বেশ কয়েকবার রটেছে। ২০১৭ সালে যখন মৃত্যুর গুজব রটে তখন টুইটারে তিনি জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ফরিদা জালাল: ২০১৭ সালে ফরিদা জালালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি ভালো আছি। এসব ভিত্তিহীন খবর কীভাবে ছড়ায় জানি না। আমি এই খবর শুনে হেসেছি।’
অবিনাশ তিওয়ারি: অবিনাশ তিওয়ারির মৃত্যুর গুজব রটার পর অভিনেতা টুইটারে লিখেছিলেন, ‘এত জলদি না। এরা কারা? কোথা থেকে এসেছেন? ভাইয়েরা, অনুগ্রহ করে নিজেদের মান উন্নত করুন। ধন্যবাদ।’
মুকেশ খান্না: চলতি মাসের শুরুতে মুকেশ খান্নার মৃত্যুর গুজব রটে। নিজের মৃত্যুর গুজব শুনে বেশ চটেছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি জানাতে এসেছি যে আমি ভালো আছি। খুবই ভালো আছি। গুজব উড়াতে এসেছি। যারা এসব গুজব ছড়ায় তাদের ক্ষমা করতে পারলে ভালো হতো। সোশ্যাল মিডিয়ার সমস্যা এটা।’
কিরণ খের: চলতি মাসে কিরণ খের-এর মৃত্যুর গুজবও রটে। তবে অনুপম খের বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, কিরণ খের ভালো আছেন। তিনি কোভিডের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন।
শাহরুখ খান: ২০১৭ সালে গুজব রটে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাহরুখের। তবে টুইটারে শাহরুখ জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।-পিঙ্ক ভিলা