এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান বিতর্ক যেন থামছেই না। বিশ্বকাপের আগে এশিয়া কাপের ভেন্যু জটিলতা এখনও কমেনি। আয়োজক দেশ পাকিস্তানের মাটিতে শেষ পর্যন্ত রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলতে রাজি না হলে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ হওয়ার সুযোগ বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৮মে) মিরপুরে গণমাধ্যমে পাপন বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।’
এছাড়া পাপন বলেন, ‘আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।’
এছাড়া আজ গণমাধ্যমে কথা বলতে গিয়ে বিশ্বকাপের একটি বিষয় পরিস্কার করে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘১৫ জনের স্কোয়াডের দায়িত্ব নান্নুর, আর একাদশে কে থাকছেন বা থাকছেন না সেটির দায়িত্ব অধিনায়কের।’ অর্থ্যাৎ বিসিবি সভাপতি বোঝাতে চেয়েছেন দল গঠনে তার কোনো কতৃত্ব নেই।
এছাড়া বিশ্বকাপের দল নিয়ে পাপন বলেন, ‘একাদশে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জায়গা পাকা। তবে ৭ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।’