দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩। দুই মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে এই মেগা ইভেন্ট। চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত সূচি। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর।
তবে এরই মধ্যে আবারো সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের তিনটি ম্যাচ সহ মোট ৯ টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। এরপরই আবার টিকিট ছাড়ার দিনক্ষণও জানিয়েছে সংস্থাটি।
নতুন প্রকাশিত সূচি অনুযায়ী বিশ্বকাপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই তিন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর।
এদিকে বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ থাকছে আগের সূচিতেই। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে টাইগাররা। আর আগামী ২৫ আগস্ট থেকেই পাওয়া যাবে বাংলাদেশ সহ সব ম্যাচের টিকিট। তবে টিকিট সংগ্রহ করতে হলে আগে নিবন্ধন করতে হবে। আগ্রহী ব্যক্তিরা এই লিংকে গিয়ে ১৫ আগস্ট থেকে করতে পারবেন নিবন্ধন।
নিবন্ধন করলে টিকিট সংক্রান্ত খবরাখবরও আগেভাগেই জানা যাবে বলে জানিয়েছে আইসিসি। পরিবর্তিত সূচির পর যেসব দিনে পাওয়া যাবে বিভিন্ন ম্যাচের টিকিটঃ
২৫ আগস্ট—ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট—গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
৩১ আগস্ট—চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর—ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর—বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
৩ সেপ্টেম্বর—আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর—সেমিফাইনাল ও ফাইনাল