চট্টগ্রামের রাউজানে যুবলীগের এক নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন যুবক।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই যুবলীগ নেতা হলেন মুহাম্মদ ফোরকান (৫২)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
পুলিশ বলছে, ফোরকান মুনিরীয়া যুব তবলিগ কমিটি নামের একটি তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠনের কার্যালয় ভাঙচুরের মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফোরকান স্থানীয় বাজারে গেলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি ভাঙচুর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।