চাঁদপুরের মতলবে যুবলীগকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জুন) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত বাবুর ভাই আমির হোসেন কালু একটি মামলা করেছেন। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে মতলব উত্তর উপজেলা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।
পথিমধ্যে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেন দলীয় নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু ও তার ছেলে ইমনসহ কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।